জিসিসি নির্বাচনে বিএনপিকে জামায়াতের সমর্থন
প্রকাশিত : ১৮:৫২, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ২২ এপ্রিল ২০১৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন জামায়াত প্রার্থী সানাউল্লাহ মিয়া। আজ সকালে হাসান উদ্দিন সরকারের বাসভবনে গিয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের হাতে ২০ দলীয় জোটের প্রতীক ধানের শীষ তুলে দেন।
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন বলে একুশে টেলিভিশন অনলাইনকে জানালেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর সানাউল্লাহ মিয়া।
উল্লেখ্য আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২৩ এপ্রিল) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই সানাউল্লাহ মিয়া তার মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন। সে হিসেবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াল এখন ছয় জন।
আআ/এসি
আরও পড়ুন